রাতের ক্রান্তিকাল বাঁচতে শেখায়-
    কথার ঝুড়ি রাত জাগায়,
মনের কোণে প্রাপ্তির হাহা-কার
    ঘুমের ঘোরে আত্মচিৎকার।


খুঁজে বেড়ায় তার প্রিয়জনকে-
    যদিও রাতটি ছিল জ্যোৎস্নাময়ি,
গল্প হবে কিন্তু সংলাপ নয়
     রাত পোহালে সংকট শেষ।


তাকাতেই দেখি পূর্বদিকের আভা-
    সোনালী সূর্যটা জ্বলছে,
ক্রান্তি লগ্নে কালোরাতের সমাপ্তি
    সবখানে খুজছে প্রিয়তমাকে।


এই  ক্রান্তিকালে  তুমি থাকবে -
   সতত আমার দক্ষিনহস্ত হয়ে,
আমি লড়ব তোমায় নিয়ে
    যদি দুঃসময়ে ভালবাস আমায়।


তুমি যদি পাশে থাক ভয় করিনা-
     মহাদূর্যোগ আসবে যাবে,
জানি, সাহস যোগাব তোমায় নিয়ে
     আমার মত আর কাউকে  পাবে না।