হৃদয়ের সংশোধন
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০৫-০৪-২০২২
🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎
ভাবনা টা কে উঁচু করো
মনটা করো বড়,
হিংসা বিভেদ ছেড়ে দিয়ে
বন্ধুর হাতটি ধরো ।

হীনমন্যতা মনটা থেকে
ত্যাগ করতে হবে,
লোভ লালসা হিংসা কেন
রাখো সুন্দর ভবে।

ব্যবহারটা ভালো করতে
শিক্ষার গুন লাগে,
শিক্ষার কেহ ভাগ নিবেনা
সম্পত্তি টা ভাগে ।

আচরণটা করলে ভালো
মান-সম্মান পাবে,
রূঢ় ভাষায় বললে কথা
সম্মানটা যে যাবে।

আচরণ বংশের পরিচয়
সুন্দর রূপে নয়তো,
নোংরা ভাষা সু-জাতের নয়
চিন্তা করবে হয়তো।

হিংসা বিদ্বেষ কেন কর যে
সবাই মানব জাতি,
লোভ লালসা হিংসা দিয়ে
জগত করো মাতি।

মন টা কে নিঃষ্কলুশ রেখো
সম্মান আসবে তবে,
স্বাধীন মনে পাখনা মেলে
উড়বে আকাশ ভবে।

কুসংস্কার  নোংরা ভাষা
তোমায় ছোট করবে,
এসব তোমায় পাপের পথে
শুধু টেনে ধরবে ।