ঋতু সংক্ষেপন(১৯২৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-১০-২০২২          
==========================        
বৈশাখের প্রথম দিনে নব-বর্ষের গুঞ্জনে
নতুন বছরের হলো শুরু,
জৈষ্ঠ্যতে আম কাঠালে জামাই আদর
কেহর কুচকে কপাল ভ্রু।


আষাঢ় মাসের বৃষ্টিতে আষাঢ়ে জাম পাকে
আকাশে কালো মেঘ ডাকে,
ওই শ্রবনে ঝুলন যাত্রা কৃষ্ণের খুশীর মাত্রা
সতত সবখানে মিশে থাকে।


ভাদ্রমাসে পাকাধান,আমন চাষের শুরু
ধান শুকানো রোদ পালানো,
আশ্বিনে দুর্গাৎসব বাঙালির মহোৎসব
পুজায়ালয় সম্প্রীতি বন্ধনে।


কালীর চরণে কালীপূজো কার্ত্তিক মাসে
অগ্রহায়নে ধানের নবান্ন,
পৌষ মাসে পিঠেপুলি লক্ষ্মী ঘরে আসে
উত্তরের শৈত্যপ্রবাহ আসন্ন।


মাঘেতে দেবীর আগমন কুয়াশায় ঘেরা
শিক্ষার্থীর পাঠদানের সেরা,
ফাগুনে দোলযাত্রা ওই বসন্তের আগমন
ওই গাছে পলাশ কৃষ্ণচূড়া।


চৈত্রে,চৈত্র সংক্রান্তি গাজন চড়কপুজো
পথিক ভরাদূপুরে বৃক্ষতলে,
তপ্ত দাহনের যন্ত্রনা খালবিল জলশূন্য
মনে হয় দেশ মরুভুমির কবলে।