রবীন্দ্র জয়ন্তী
   এম,এ,সালাম
   ০৮-০৫-১৮


কোলকাতার জোঁড়াসাকোর-
     বিখ্যাত ঠাকুর পরিবারে,
আজি উঠল জেগে শাঁখ
     বারশত আটষট্টি সালের
এই পঁচিশে বৈশাখ।


সকাল বেলা পুর্বাকাশে ওই-
     উঠল জেগে রবি,
কে জানিত এই রবি একদিন
     হবেন বিশ্বের কবি।


লেখাপড়ায় রুচি নেইকো-
    আড্ডা ও ঘুরতে বেশ পাকা,
ওকে দেখাশুনা করার জন্য
    চাকর ব্রজেশ্বর কে রাখা।


বাড়ীর চাকর ব্রজেশ্বরের ছিল-
     দুধের প্রতি লোভ,
রবি না খেয়ে ওকে খাওয়াত
     ব্রজেশ্বর, ঢাকিত ওর দোষ।


জ্বরের অজুহাতে ক্লাস ফাকি-
    রবি দিত প্রতিদিন,
গাঁয়ের ডাক্তার ব্যবস্থা দিত
   না খেয়ে থাকতে হবে তিনদিন।


তিনদিন পড়ে গলাভাত-
   খেত মৌরুলী মাছের ঝোলে,
ভাত দিত ব্রজেশ্বর
   নাকি  কলাপাতার খোলে।


লেখাপড়া তেমন না করে -
    হলেন বিশ্বকবি,
পনের বছরে গীতাঞ্জলী লিখে
   নাম কুড়ালেন খুবই।


সোনার তরী,বেয়ে নদী-
   বলাকা, বনফুল কাব্য লিখে,
নাটক, গল্প শ্যামলিদের
     কাব্য কথা লিখে।


কত গল্প,কত প্রবন্ধ-
     কত গানের কলি ,
সুর দিতেন নিজে নিজে
     মুখে মুখে বলি।


সাহিত্য জগৎ ভরিয়ে দিল-
    নোভেল জয় করে,
বিশ্ব কবি উপধি পেলেন
     নাম কুড়ালেন বিশ্বজুরে।