রোদসী ভাঙ্গার গল্প (২০৮৪তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৩-২০২৩
=======================
বেলতলায় এক খেকশিয়াল বসে মনে মনে ভাবে
আকাশ যদি ভেঙ্গে পড়ে সবাই কোথা যাবে?
এমন সময় একটি বেল পড়লো শিয়ালের কাছে
শিয়াল ভাবে আকাশ ভেঙ্গে পড়ে রইছে গাছে।
ভয় পেয়ে যে খেক শিয়ালটি ভীষণ  ভাবে ছোটে
তাই না দেখে বনের সবাই তার কাছেতে জোটে।
শুধায় সবায় দৌড়াও কেন ব্যাপার ঘটেছে কি?
শিয়াল বলে আকাশ ভাঙ্গার কঠিন শব্দ শুনেছি।
তারাও দৌড়ায় সেই খবরে শক্তি দিয়ে যত পারে
দৌড়ানের জায়গা থাকলে কে ঠেকায় যে কারে।
বনের রাজা সিংহ বাবু এবার সবার সামনে এলো ,
সিংহের  হুঙ্কারে সবার দৌড় হঠাৎ থেমে যে গেলো ।
সিংহ মহাশয় বলে,তোমরা কেন ছুটছো ব্যস্ত হয়ে ?
ওই শিয়াল বলে, আকাশ ভেঙ্গে মাথায় পড়ার ভয়ে ।
বেল গাছের ওদিক হতে মরমরে আকাশ ভাঙা শুরু
ওই কারণেই সবাই মিলে বেদিকে দৌড় দিচ্ছি গুরু ।
সিংহ বলে  চল সবাই ব্যপারটি দেখতে সেথায় যাবো ,
শিয়ালের খবর যদি সত্যি না হয় তোকেই ধ'রে খাবো ।
অতঃপর দল বেঁধে সবাই সেই বেলতলাতে গেলো ,
নিচেতে দু'টো বেল পড়ে আছে দেখতে সবাই পেলো ।
ব্যপারটি হল বেল দু'টো একটু বেশি গিয়েছিল পেকে
ঝড়ো বাতাসে বেল দুটি যে গাছে বেজে পড়েছে বেঁকে।
খেকশিয়াল এবার কী করবে ভেবে পায় না যে কূল ,
করজোড়ে মাফ চায় সিংহের কাছে ,স্বীকার করে ভুল ।
যার যেমন  স্নায়ু তার মাথে ভাবনা যেমনই যে হয়
ভাবনা গুণে জয়লাভ চিন্তা ভাবনার দোষে ক্ষয় ।