রোজায় গ্যাস বাড়ে
   এম,এ,সালাম
    ০২-০৫-২১
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
রোজা আসলেই গ্যাসের রোগটা
    কেন উঠে যে বেড়ে,
নিরুপায় হয়ে স্বাস্থ্য রক্ষার জন্য
     রোজা দেই যে ছেড়ে।


প্রথম রোজা রাখতে চেষ্টা করি
      যখন  আসে রোজা,
গ্যাস বাড়িলে তখন ভাবতে থাকি
    রোজা না রাখাই সোজা।


সেহেরি খাই না তারাবীহ পড়িনা,
   যথাসময়ে ইফতারিটা করি,
রোজা আসলে কত যে  ফলমুল
   সাথে থাকে বুড আর মুড়ি।


হুজুরে নামাজের অপেক্ষা করে,
   সতত আড্ডায় থাকি তখন,
শুনুন  নামাজ শেষে সবার সাথে
    আবার বাড়ি যাই তখন।


রোজার মাসে সমাজ ধর্ম হতে
    একটু আধটু দূরে থাকি,
ঈদের আমোদ ফুর্তি করার জন্য
    কেনা কাটায় ব্যস্ত রাখি।


গ্যাসের বাহানায় রোজা রাখি না
    ঈদটা কাটাই টাকার জোরে,
পাহাড়, পর্বত, সাগর সৈকত
    ঘুরি গাল ফ্রেন্ড সঙ্গে করে।


ঝাক ঝমকে ঈদানুষ্ঠান পালন
   সঠিক ধর্ম পালন করি না,
খয় খরচ বিনা হিসেবে করে যাই
   কোন আলেমের ধরনা ধরি না।