কালো রক্তের দাগ ( ২০০০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-১২-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
রোজ রোজ কত মানুষের হাতে মানুষ খুন হয়?
খুনের রক্তের কালো দাগ মনে মিশে,
নেতা মন্ত্রীরা মঞ্চে বুলে ফোটায় আশার ফুল
কেহ ধোঁকা দিয়ে বোকা বানায় বিশ্বাসে।


মানুষের নেই কি জীবনের কোন নিরাপত্তা...?
মনের মাঝে লুকিয়ে থাকে গোপন ব্যথা,
হিংস্র আর বর্বরোচিত এই নব সভ্যতায় মাঝে
দেশে জীবন মানের নেই কোন নিশ্চয়তা।


কলঙ্কের দাগে ছেয়ে গেছে গাত্র পুড়েছে মুখ
চারিদিকে তার জয় জয়কার জয়ধ্বনি,
অন্ধের মুখে  হরিনাম ডাকে এ বোকার দেশে
লোক চক্ষুর আড়ালে যত কল্প কাহিনী।


মানুষের দুর্গতি দেখে প্রশ্ন জাগে না অমানুষের
ভুলাতে চায় গল্প বলে নিজের চরিত্রের,
কেহ বলে আবার ভয়টা কেটে দিনের আলোতে
শক্তি জোগাবো লেপিয়ে দিবো অপবিত্রের।