রোশনাই


ধরার রোশনাইটা ফুরিয়ে যাবে-
  ফুরিয়ে যাবে সাঁচা চুমকিটাও,
ফুরাবে না সাঁচা অন্ধকার যেখানে
  আছে শুধু অমানিশার আধাঁর।


লোকেশ,লোল যারাই বড়ত্ব নিয়ে-
    মহাব্যস্ততায় দিনাতিপার কর,
উচন্ডতা হাতছানিতে ডাকছে আয়
  রোশনাই ভেঙ্গে চুরমার করে দেই।


চুকলির পশ্চাতে চুটায় রত থাকিতি-
    তখন হয়তঃ প্রেত কাজ করিত,
আজ হদিস নেই অসংকর্মের আড্ডা
   দিনটি টালায় অতিবাহিত করিলি।


তারুন্যের মহা মসনদ একদিন-
   অপরাধের ভুষনে রুপ নিবে,
সেদিন অকৃতিম সত্যটা মাথাচারায়
    রুপটা অভদ্র,অকেজোর সামিল।


সেদিন কৌলীন্য বাহামি রোশনাইকে
    খরগ মেরে নিষ্পেষিত করবে,
লজ্জায় মুখ থুবড়ে যাবে ন্যায়দর্শনে
চর্মচক্ষু থেকে রোশনাই হারিয়ে যাবে


হিতৈষীজন একেক করে চলে যাবে-
    দিনের রঙিন বর্নচ্ছটা ম্লান হবে,
নেত্রাম্বু আঁধিয়ায় ঘোরাচ্ছন্ন হবে
    সাঙ্গ হবে রোশনাইর মহাখেলা।