রূপার চাঁদ(২০৫৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)      
১২-০২-২০২৩
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
চাঁদ ঝুলেছে গাছের ডালে
রূপার মত সাদা,
দেখবি কে কে আয় কাছে?
খোকা খুকির দাদা।


চাঁদ ছুটেছে বাবার সাথেই
যেদিক বাবা যায়,
এত ডাকি  তারে আমরা
তবু কাছে নাহি আয়।


রঙ বিরঙের কথা  বলছে
চাঁদের পানে চেয়ে,
চাঁদ যে কথা কয় না সাথে
গানের কলি গেয়ে।


বিনয়ের সাথে কয় দাদুকে
হাসির গল্প গেয়ে,
বুড়ির সাথে রঙ তামাশা
করবো নেচে গেয়ে।


সব শিশুরাই মিতালী করে
তারাই চাঁদের কণা,
চাঁদের জন্য খাবার রাধিতে
ভাঙে তালের ঠনা।


চাঁদটা হলে থালার মতো
ঝুলছে গাছের ডালে,
ছড়ায় ছড়ায় আলাপ করে
নাচে গানের তালে।


হাত চালিয়ে বুড়ির সাথে
সেমাই কাটে সুতায়,
খুশী হয়ে সে মাথা নাড়ায়
রাগ করে ছল ছুতায়।