রূপসী চাঁদের দেশে (২৮৪১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০৪-২০২৫
==================
চাঁদের রাতে একলা যখন
হাঁটি নদীর বাঁকে ,
রূপসী চাঁদ হাত নাড়িয়ে
আমায় কাছে ডাকে ।
পাখ পাখালির সুমধুর সুর
ভেসে আসে কানে ,
তাঁর সুরে হৃদয় আপ্লূত হয়
সুকুন আনে প্রাণে !
ওই প্রজাপতি উড়ে এসে
বসলো আমার হাতে ,
বায়না ধরে বলল হেসে
আমায় নিবি সাথে ।
রাতে ছৈলা গাছে দেখিছি
জোনাক পোকার দল ,
আজ হারিয়ে জাবো আবার
মোদের সঙ্গে নিয়ে চল !
উত্তরের পুরন বায়ু শনশ্নিয়ে
আমার বলল ডেকে,
এই নিশীথে কোথায় যাচ্ছো
আমায় একলা রেখে।
রাতে সুন্দরী পরী হঠাৎ করে
আমার সামনে এসে,
বলছি কানে আজ চলে যাবো
চাঁদ রূপশীর দেশে।