যেখানে জনমুখে স্বাধীনতার উষ্ণতা নেই-
   নেই বাক গণতন্ত্রের কালি চিহ্ন,
আছে শুধু নির্যাতন আর অপমান
    স্বাধীনের বাস এক ভিন্ন জগতে।


স্বাধীনতার ছোঁয়া আছে বুঝব কি করে?
   যেখানে কুমারী মেয়েরাই নয়,
মায়েদের সভ্রম কেড়ে নিচ্ছে জোর করে
     স্বামীও গর্ভধারিণী মায়ের সামনে।


বিবেক আজ রেলের নিচে চাপা পড়েছে-
     বিবেকটা বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে,
ঘরে নেই বাহিরে নেই স্বাধীনতার পদচিহ্ন
    ক্ষমতায় কেড়ে নিচ্ছে অধিকার টুকু।


ক্ষমতাধর দলের প্রভাবে নরপশুর ভুমিকায়-
দিনের আলোতে মজা করে আড্ডায়,
ধর্ষণকে মনে করে খেলনার ছক্কাগুডি
    খেই হারিয়ে ছোট বড় ভুলে যায়।


সত্য কথা বলতে গেলে জড়িয়ে যায়-
    যুলুমের জেল জরিমানায়,
মিথ্যা মামলা মাথায় নিয়ে দিনের পর দিন
অর্থ ও মান ইজ্জত হারিয়ে একঘরেহতে হয়।


এ কেমন স্বাধীন দেশ যেখানে সতত
    সুন্দরী নারীরা হয় বিষ বাষ্প,
কুড়ে কুড়ে খায় সভ্রমের হরটুকু
  স্বাধীন দেশে হত্যাই শেষ পরিণতি।