স্বাধীনতা শুধু তোমার জন্য
       এম,এ,সালাম
          ০২-০৯-২০


এই পৃথিবীর সব খানেতে
    নামটি তোমার লিখা,
সাধ জাগিলেও ভাগ্যে আমার    
     হয় নি তোমায় দেখা।


বাবার কাছে শুনেছি আমি
    তুমি বরগুনায় এসেছিলে,
ছোট্ট থাকায় ওই সময়েতে
     দেখা ভাগ্যে নাহি মিলে।


বন্ধু,বজ্রমুখটি দেখতে পেলে
   সেদিন ভরতো আমার মন,
আজ ভুলে নাই বীর বাঙালী
   তোমার স্বাধীনতার পণ।


গরীবের জন্য মন কাঁদিত
     কাঁদিত মুজিবের হিয়া,
তোমার ডাকে ঝাঁপিয়ে পড়ে
     যুদ্ধ করে বুকের রক্ত দিয়া।


মুজিব  ছিলে মহান নায়ক
    ওই স্বাধীনতার স্থাপতি,
তুমি যদি জন্ম না নিতে আজ
    স্বাধীনতার হইত কি যে গতি।


মুজিব  ছিলে বীর বাঙালী
    ওই স্বাধীনতার ঘোষক,
স্বাধীনতার ডাক দিয়ে আজ
  হইলে বাংলার পৃষ্ঠ পোষোক।


তোমার ত্যাগে পেয়েছি মোরা
    আজ  স্বাধীন সুখের বাস,
তোমাকে সবাই স্মরণ করে
      আজও ছাড়ে স্বস্তির নিঃশ্বাস।


আজ ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত
     এই সোনার বাংলাদেশ,
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    তোমার অসামপ্ত কাজগুলি
       পূরণ করল সবই শেষ।