সাদরে বর্ষবরণ (২০১২তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০১-২৩
=================
সুখ-দুঃখ  হাসি কান্নায়
ভালোই ছিল বাইশ,
এই বছরটা কেমন হবে?
কেন জানতে চাইস।


স্বাভাবিক  নিয়মেই হবে
এই নতুন বর্ষবরণ ,
হাসি কান্নায় কেটে যাবে
থাকবে মনে স্মরণ।


নিয়তির নির্মম পরিহাস
যার ভাগ্যে যা লেখা,
ভাগ্যে যাহা ঘটবে তাহা
যায় না কভু দেখা।


ভাগ্যের লিখন ঘটে যাবে
যার জীবন মাঝে,
মাথা পেতে মানতে হবে
সকাল দুপুর সাঁঝে।


স্বপ্নের নীর বুনবো মোরা
বড় আশা নিয়ে বুকে,
নতুন বছর ভালোই কাটবো
থাকবো মোরা সুখে।


সবার জীবনে বয়ে যাক যে
দীপ্ত আশার আলো,
সুখ -দুঃখে কেটে যায় বছর
থাকুক খুবই ভালো।


যে গেছে তাকে বিদায় দিয়ে
রাখবো মনে স্মরণ,
আনন্দঘন মধুর পরিবেশেই
সাদরে করবো বরণ ।