শাঁখের করাত(২১৮৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৬-২০২৩ ইং
===================
এক দিকে কোরবানি ঈদ
বিছানায় আছে রোগী,
আমার কষ্ট ভাগ করে নিতে
পাই নি কোন সহযোগী।


কোরবানির গোস্ত কাড়িকাড়ি
চোখের সামনে ভাসে,
কষ্টে আমার মন ভেঙে যায়
কেউ বা আবার হাসে।


আমার স্বজন, আছে কয়জন
দুঃখ-কষ্টের ভাগী হবে,
এমন দরদীর দেখা পাইগো যদি
আপন করতাম  তবে।


হায় কেহর মনে কান্নার ধারা!
কেহর মনে অশ্রু বয়,
এই তো ধরণীর মহা বিধান
যুগ যুগ ধরে বয়ে যায়।


গোস্তের টুকরো মুখে যায় না
ঝর্ণা বহে মনের কোণে
তুই কেন আজ গোমড়া মুখে
ভাই ঝিমাও ঘরের কোণে।