ষাঁড়ের লাথি (১৮৩১)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১০-০৭-২০২২
____________________
যবেহ দিতে বেয়াই গেল
গরুর কাছে তার,
পা বাধার সময় বেয়াইরে
লাথি দিলো ষাঁড়।


লাথি খেয়ে বেয়াই সাব
ছিটকে পড়ে দূরে,
ব্যথার চোটে কান্না করে
মরে গেলাম উহ'রে।


লাথি খেলো জামির পরে
দাঁত গেলো যে লড়ে,
দুরে নিয়ে বসায় তারে
সবাই ধরাধরি করে।


উহ,পাশে বসে হাসাহাসি
করে কতেক জনে,
লাথির ব্যথায় মরে যাই
কথা থাকে যেন মনে।


সাত ভাগের কোরবানি
লাথি খাই যে মুই,
এই মান ইজ্জত এখন
আমি কুম্মে থুই।


সবে যদি বলে বেড়াবে
খাইছে গরুর লাথি,
তবে আমার মান-ইজ্জতে
জ্বলবে লাল বাঁতি।