যাহার লাগিয়া এত কাঁদি-
          সেই করে আমায় দোষী,
সামান্যতম স্বার্থের কারনে,
   স্বাক্ষীতে গলায় লাগায় ফাসী।


কত যে তাহারে ভাল বাসিতাম-
     আমার মনপ্রান উজাড় করে,
অকারনে দোষী করে তুমি
না বলিয়া কোথায় গিয়েছো চলে।


মাঝ দরিয়ায় হাবুডুবু খাচ্ছি-
    তাতেই সুখ পাও যদি তুমি,
জানিয়ে রেখে এই উপহাসে
    মোটেই কষ্ট পাইব না আমি।


মনে ছিল তোমার এত সন্দেহ-
      প্রিয় জানা ছিলনা আমার,
জানিতাম যদি তোর মনের কথা,
      প্রতিবাদ করিতাম তাহার।


যার লাগিয়া মোষণ করিলাম,-
    সে বলে আমায় মুষাই,
এই কষ্ট আর দুঃখের কথা,
  এই হৃদ হতে কেমনে ঘুচাই।


নিশি কাঁদিলাম,দিন কাঁদিলাম-
      শুধুই তোমার লাগিয়া,
কষ্টের কারণে চোঁখ ফাটিয়া,
      জল পড়ে গড়িয়ে গড়িয়া।


কষ্ট যদি দিবার ই চাও গো -
     ভেবে চিনতে তুমি দিও,
কষ্টের ভেলায় ভর করিয়া
     আমি তোমার কাছে যাইব।