স্বার্থের মোহে ফাঁসছে(২৪৭০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৩-২০২৪ ইং
=================
রঙ মঞ্চের এই পৃথিবীতে
ভ্রমণ করতে এসে,
প্রেমের জালে আটকে যায়
সবকে ভালোবেসে।


ভুলে যায় সবাই চলার পথ
আগমনের উদ্দেশ্য,
ভুলের  নেশায় ফেঁসে যায়
হারিয়ে ফেলে সর্বস্ব।


লোভে পরে ফেঁসে একদিন
পৌছে যায় শেষ প্রান্তে,
তরীর ভ্রমন সফল হয় না
মিশে যায় সব অজান্তে।


এটাই জীবনের চরম সত্য
থাকে অনেক উদ্দেশ্য,
স্বার্থের মোহে ভুলে যায় সব
আমরা স্বার্থের পোষ্য।


তাঁর কৃতজ্ঞতা জানাতেই
কেন সবার মনে কষ্ট?
তার প্রসংশা করলেই যে
তিনি যে হোন সন্তুষ্ট।