স্বার্থের টানে বন্ধুরা(১৯৭৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-১১-২০২২
===============
আমরা আস্থাভাজন বন্ধুর জন্য
বিপদ আপদে নাই,
বন্ধুরূপী আপন জন সেজে
কেমনে পাশেতে যাই।


ধরায় বিবেক বলে নেইরে কিছু
বলে সমাজের সবে,
বিবেকটা আজ কেমনে চিনবো?
বিবেক আসবে কবে।


সুজন আমার সুচতুর মানুষ
সু-দৃষ্টি চারিদিক,
স্বার্থের জন্য সময় সন্ধিক্ষণে
স্বজনদের দেয় দিক।


কত জনরে দেখছি সতত?
সুজন বন্ধু হতে সবার,
একটু খানি আঘাত পায় যদি
ভুলে আত্মীয় আবার।


মানব জীবনে শত হাজারো বার
সুঃখ দুঃখ হয়ে আসে,
কখনো আবার সুখ দুঃখগুলো
আঁধারে জোছনায় ভাসে।