স্বার্থ চরিতার্থ (২২৭৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৯-২০২৩ ইং
**************************
বিশাল সম্পত্তির মালিক তুমি
আছে দামি বাড়ি গাড়ি,
খাই চাই করে টাকার প্রয়োজনে
তুমি কোথায় দিবে পাড়ি?


তোমার এত কিছু থাকার পরও
মনের চাহিদা যে মেটে না,
বিশাল বাড়িগাড়ি ভাড়া দিয়েও
তোমার মনের চোখ ভরে না।


শধু চাই চাই আরো কিছু চাই
হালাল হারাম মানি না,
কার অধিকার হরণ করে বন্ধু
অন্যের স্বার্থ  জানি না।


হালাল হারামের ভালাই নেই যে
শুধু নগদ সুখের লাগিয়া,
আলুফা অর্থ পাওয়ার জন্য যে
কৌশল দিনরাত জাগিয়া।


আল্লাহর ভয়ডর মনে আসে না
মরলে যাহা হয় হউক,
নগদ খাবার খাওয়ার জন্য যে
পিটে  ঝর বন্যা বউক।