ষাটের যৌবন
এম,এ,সালাম
  ১৫-১১-২০


পঞ্চাশ  পেরিয়ে  সামনে  যাচ্ছে
ষাটের যৌবন চলে,
চুল-দাড়ি পেকে শ্বেত হয়েছে
চাচা মিয়া সবাই বলে।


ফরমান এসে ঘরের দড়জায়
কখন কড়া দিবে নাড়া?
সেই চিন্তায়  ঘুম আসে না
স্বেচ্ছায় দিতে হবে সাড়া।

ভেবে দেখিলাম আর ক'টা দিন
জ্বলবে চোখের  আলো,
নিজের জন্য কিছু করি নাই
বাড়ি-গাড়ি  করেছি ভাল।


সতত বউ সন্তানের  ভালবাসায়
কত ছিলাম পাগল পারা?
ভাবতেছি আজ ষাটের যৌবনে
আমি  কেমনে দিবে  সারা?


রঙিন বাড়ি-গাড়ি  চোখের সামনে
হায় রঙ বিরঙে জ্বলছে!
চোখ বুজিলেই  এই সব কিছু,
শেষ দিবসের  শত্রু নাকি বলছে।