সাতই মার্চের শিক্ষা
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৩-২০২২
===================
সাতই মার্চের ভাষণে আমরা
অনেক শিক্ষা পাই,
সেদিনের বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে
আমি কিছু বলতে চাই।

সাতই মার্চে বক্তব্যে দিলেন
জনগনের মুক্তির জন্য,
দেশ স্বাধীনে ঝাঁপিয়ে পরলেন
হইলেন সবাই ধন্য।

বঙ্গবন্ধু ছিলেন বিদ্রোহী চেতনায়
যদি একটি গুলি চলে,
বীরের বেশে বীর বাঙালী
আবার উঠবে জ্বলে।

বজ্রকণ্ঠে  স্বাধীনতার ঘোষণা
তার মুখে  শুনতে পাই,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
স্বাধীনতার ডাক পাই।

প্রধান মন্ত্রীত্ব চায় না মুজিব
চায় মানুষের অধিকার,
তাই তো তিনি উদ্ধুদ্ধ করলেন
স্বাধীনতার চেতনার।

বিশ্বের ইতিহাস করেছে জয়
সতই মার্চের উচ্চধ্বণি,
বঙ্গবন্ধু ছিলেন আমজনতার
সু-নিবেদিত নয়ন মণি।