সেই মধুর স্মৃতি  (১৮৩০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৭-২০২২
◽◽◽◽◽◽◽◽◽◽
দিনটা ছিল মিষ্টি মধুর
সময় পাস একা বসে,
এমন সময় তুমি এসে
বসলে আমার পাশে।


হাত ছুঁইয়ে আদর করলে
গোলাপ ফুল দিলে,
আনন্দে মন লাগছে ভাল
ভালোবাসা পেয়ে।


গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পরছে
বৃষ্টিতে ভিজতে গেলাম,
খোলা আঙিনায় ভিজেই
কতই না শান্তি পেলাম।


বৃষ্টির জলে চুল ভিজলো
বৃষ্টিতে ঘা ভিজিয়েছিলো
ঘর্মাক্ত শরীরের ঘামাচিগুলো
বৃষ্টিতে সব তলিয়ে গেলো।


জলের ভেজা সেই স্মৃতি
আজও মনে পড়ে,
মাথা গুঁজি তোমার বুকে
রাখছি মনে ধরে।