স্কুল জীবনের স্মৃতি (২৪৩৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৩-২০২৪ ইং তাং
=================
হাইস্কুল জীবনের দিনগুলো মনে পড়লে হায়!
এ আবেগী মনটা ক্লাসপানে ফিরে যেতে চায়।
স্মৃতির পাতা অতী আবেগী ব্যকুল হয় রে মন
কয়েক বছরের স্মৃতিচারণ  ভুলা যায় কখন।
ভুলা কঠিন সহপাঠির সাথে পথ চলার স্মৃতি
স্যারদের সাথে ভয়ার্ত দিনের অফুরাণ প্রীতি।
সকল শিক্ষার্থীরা মিলেমিশে একটি পরিবার
কথার কাটাকাটি যা ই হত ছিলাম চমৎকার।
মনে পড়ে ক্লাস ফাঁকির কত যে কঠিন সাজা
পড়ায় ছিলাম মোটামুটি ভদ্রতায় যে রাজা।
কাঠাল চুরির সেই ঘটনাটি মনে জাগায় ভয়
নালিশ করলে হেড স্যারে কত যে বেত দেয়?
স্কুল ফাঁকি দিলে পড়ে দপ্তরী পাঠিয়ে দিতো
ভাইর থেকে বাড়ির সকলখোঁজ খবর নিতো।
মনে পড়ে সেই জীবন স্যারের শত উপদেশ
তখন তাহা হেলা করেছি এখন বুঝি তা বেশ।
সময়ের পালা বদলে জীবনটা বদলেই চলে
কিছু কিছু স্মৃতি ভাসছে দুই নয়নের জলে।
সেই জীবন স্যারের মত আমি সালাম স্যার
তাহার থিউরি ব্যবহার করে গনিতের টিচার।