সে কালের চাষা (২২৪২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৮-২০২৩ ইং
*********************
বাবা তুমি জানতে কি?
কাঠের লাঙ্গল খানি,
কত কৌশলে মাটি খনন
ধুলি বানাইতো জানি?


চাষি ছয় চোখে দেখে
দশ পায়ে সে চলে,
চাষের সম গরু দুটিকে
হ,ডাইনে বায়ে বলে।


বাংলাদেশের চাষি কিন্তু
আমার দেশের ছেলে,
সে ফাঁক পেলে মাছ ধরে
গাঁয়ের খালে জলে।


সময় সময় আড্ডা দিত
দুষ্ট ছেলের দলে,
অন্যদের দ্বারা কাজ করে
নিজের গাঁয়ের বলে।


ঘরে এসে মায়ের কাছে
আপন মনে বলে,
তাই গাঁয়ের সব লোকে
নাকি খাঁটি চাষি বলে।


গৃহে এসে মায়ের কাছে,
মাটিতে লুটিয়ে বসে,
চাষা ছেলে সবে মিলে
গল্প করে বসে রসে।