সে যে চির কুমার (১৮৩৩)
এম,এ,সালাম ( সুর ও  ছন্দের কবি)
১৩-০৭-২০২২
=====================
পরাজিত প্রেমিক আমি জীবন খেলায়
তোমার আমার দেখা হল ছোট বেলায়।
খেলাধুলা করতাম দুজন পড়ার ফাঁকে
মাঝে মাঝে দেখা মিলতো নদীর বাঁকে।
আমি হাইস্কুলে পড়তাম যখন ক্লাস টেনে
একটা মেয়ে ভালোবাসার স্বপ্ন দিলো এনে।
শিক্ষা জীবন  কেটেছিল  লেখা পড়ায়
তার পড়েতে ব্যস্ত ছিলাম জীবন গড়ায়।
কর্মময় জীবন কাটে অর্থ উপর্জন নিয়ে
সময় পাই নি মনের মতন করতে বিয়ে।
যখন টাকা এসে ধরা দিলো আমার হাতে
বিয়ে করার মেয়ে পাই নি আমার সাথে।
ব্যবসা নিয়েই দেশ বিদেশে ঘুরে বেড়াই
সব মেয়েরা সংসার করতে যায় এড়াই।
বলতো কথা বিরতির ফাঁকে পড়ে মনে,
আস্তে আস্তে ভাব জমে যায় তারই সনে।
পরে কলেজেতে যখন আমি ইন্টার পড়ি,
সেসম তাকে নিয়ে মনের মাঝে স্বপ্ন গড়ি।
হায়!ভাগ্য আমার খারাপ ছিল বুঝিনি তা,
অন্য ঘরে চলে গেল তার মনে ছিল কি তা।
তারপরে এই শূন্য জীবন কাটাই একা একা,
সেই প্রাণ সজনী আর দিল না আমায় দেখা।
লক্ষ কোটি লোকের ভিড়ে আমি খুঁজি যাকে,
তৃষ্ণিত   কাঙ্ক্ষিত হৃদ খুঁজে পাইনি তাকে।
হায়রে!ষাট বছরে চির কুমার আজও আমি,
সব করেছি হয়নি কেবল আমি কার স্বামী।