সেবাই মানবতা (১৮১০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৬-২০২২
------------------------------------
বন্ধু,সম্প্রীতি নয় ক্রয় পণ্য
মার্কেটে যায়না একে কেনা,
অন্তরের জাগ্রত অনুভুতিতে
মানুষের বিবেক যায় চেনা।


ধরায় নানা ধর্ম নানা জাতি
নানা মত নানা ভাষা ভাষী,
মহান করেছে বাংলা ভূমিকে
কর্মের দ্বারা রয়ে পাশাপাশি।।


ধর্ম কখনো ক্ষুধা মিটায় না
তাই কর্মই হলো জগতের ধর্ম,
টিকে থাকাটা আসল কর্ম
বাঁচলে তবে অধর্মা ই - ধর্ম।


যার যার ধর্মে রাখুক বিশ্বাস
নেই তাতে কোনো নিঃশ্বাস,
সব ধর্মের সারকথা যখন
ধরার মানুষ করে বিশ্বাস।


হিংসা যদি হয় ধর্মের কর্ম
মানুষকে হতে হয় হয়রান,
নেক সুরাতে ধোকায় ফেলে
জেনো, ভেকধারী শয়তান।


ধর্মের নামে রক্ত ঝরিয়ে
হুংকার দিয়ে উঠে  ভন্ড
ক্ষুদ্র স্বার্থে নিশ্চুপ থেকে
ধরতেই হবে ন্যায়ের দণ্ড।


ধর্ম  কি আর  হয় কখনো
ক্ষদ্র শিশুর হাতের খেলনা,
কারোর কথায় পাল্টে যাবে
ধর্মের ভীত হেলায় ফেল না।


মানুষে মানুষে করে হানাহানি
কর না ধর্মের বিষবৃক্ষ রোপন,
মানবতাই সেবার পরম ধর্ম
ভেঙ্গনা ধর্মীয় সম্প্রীতি বন্ধন।