স্বেচ্ছাচারিতা (২২১৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৭-২০২৩ ইং
==================
স্বেচ্ছাচারিতার বালাই নেই
সবাই স্বৈরাচারী বলে,
এমন মানুষের পরিনতি যে
কোথায় যাইবে চলে?


নিজের জন্য কিছু করুন
করুন সমাজের জন্য,
দেশের জন্য করলে কিছু
সমাজ দেশ হবে ধন্য।


ক্ষমতা পেয়ে অপব্যবহারে
জনগন যে উল্টো হবে,
তখন আপনার মান সম্মান
কোথায় যে চলে যাবে?


স্বেচ্ছাচারিতা ভালো নয় যে
সবাই  ঘৃণা ভরে দেখে,
সমাজ সেবায় কি অবদান?
আপনি গেলেন রেখে।