সচেতনতা (২০৭১ তম কাব্য)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
সিঃ সহঃ শিক্ষক,গনিত
রক্ষাচন্ডী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
০৬-০৩-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
পৃথিবীতে এমন একটি মরণ ব্যধি আছে
যাকে করা যায় না প্রতিকার,
এই রোগের চিকিৎসা বিশ্বে
এখনো হয় নি আবিষ্কার।


এটি একটি সংক্রক রোগ
যা আসে অন্যের কাছ থেকে,
তাই সচেতনতা অবলম্বন করলে
এই রোগ হতে বাঁচান যা নিজেকে।


বিশ্বে প্রতিদিন চৌদ্দহাজার নর-নারী
এই মরণ ব্যধি রোগে মরছে ধুকে ধুকে,
এই রোগ হতে বাঁচতে হলে সচেতন হও
মুক্তির কোন ব্যবস্থা আজও হয় নায়।


বিশ্বে যুব সমাজ আক্রান্ত হচ্ছে
এই ব্যধির সিংহভাগ অংশজুড়ে,
মৃত্যুর এই ভয়াল থাবায় ওদের
জীবন অর্থ খাচ্ছে খুড়ে খুড়ে।


বাঁচতে হলে জানতে হবে সবাইকে
রোগের আসল উৎপত্তি কোথা,
বিশ্ববাসী জীবন বাঁচাতে হলে
নিরবতা ভেঙে হও সচেতনতা।


জেনে রেখো জীবন একটাই
জীবনটা যে সুন্দর মহা-মূল্যবান,
জেনে শুনে করো না শিক্ষার্থী,ভাইবোন,বন্ধু
মৃত্যুর এই মহা বিষপান।