সাহেব রুটিন ফলো করুণ
      এম এ সালাম
       ১৬-০৫-১৯

আমার এক প্রিয় ম্যাডাম-
   বরিশালের রাজাপুরে,
সান্নিধ্য নেই যে ম্যাডাম
      আছেন অনেক দূরে।

ভালবাসে প্রেমের ডোরে-
    কত আপন করে?
ইচ্ছে নেই কোন কালেই
  পর করিব  তারে।

যতদিনই  নিকটে ছিলাম-
    তাকে নিয়েই ভাবছি,
রুটিন মত কাজ করে সে
   মনের নিক্তিতে মাপছি।

যখন দেখছি প্রিয় ম্যাডাইওরম-
    রুটিন থেকে সরে যায়,
মেধা দিয়ে বলছি তখন
   আবার সঠিক জায়গায়।

আমায় বলতেন সালাম সাহেব-
     আছেন ফোনের কাছে,
রুটিন মত কথার ঝুড়ি
     স্যার, পড়ে যাচ্ছে পাছে।

রুটিন আছে প্রয়োগ নেই-
   এটা হল কেমন কথা,
নীরবে যখন থাকি আমি
   সতত ভাবি যথাতথা।