সেই বয়সটা কোথায় গেল?(২০২৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০১-২০২৩
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
ছোট্ট একটা বয়স ছিল যে অতীত হয়ে গেল
সেই কালটা ভাবতে গিয়ে মন যে অবাক হল।
পাশের বাড়ির আঙিনায়,পুকুরে, নদীর দ্বারে
ঐ খালবিলে,গাছের তলে খুঁজলে পেত তারে।
ছোট্ট একটা বয়স ছিল যে অতীত  হয়ে গেল
সেই কালটা ভাবতে গিয়ে মন যে অবাক হল।
সেসম হালচাষ কষতে,ছাগল গরু পালতে বহু
পুকুরে ডুবাডুবি খেলতে মনে দারুন সখ ছিল।
হেথায় সেথায় খেলতে,মাতাল রুপে ঘুড়ি ছিল
খালি গায়ে পাড়া চষে বন্ধুরা কত যে ফাঁকি দিলো।
ছোট্ট একটা বয়স ছিল যে অতীত হয়ে গেল
সেই কালটা ভাবতে গিয়ে মন যে অবাক হল।
গাঁয়ের জীবন মধুর ছিলো শহর  এলোমেলো
খ্যারের তৈরী ঘরগুলি আজ বন্দী খাঁচা হলো।
ফ্লোরপাকা জুতাপায় মাটি যে কোথায় গেলো?
খড় জ্বালিয়ে গা গরম আজ কোথায় চলে গেল।
ছোট্ট একটা বয়স ছিল যে অতীত হয়ে গেল
সেই কালটা ভাবতে গিয়ে মন যে অবাক হলো।
পৌষ পার্বনের পিঠা আর খেজুর রসের শিরনী
ভোজন রসিক বলো কোথায় বিন্নী চালের বিন্নী?
ছোট্ট একটা বয়স ছিল যে অতীত হয়ে গেল
সেই কালটা ভাবতে গিয়ে মন যে অবাক হল।
খেজুর রসের কাঁচি খোচা পিঠার দেখা মিলে না
খই চিড়া যে কত্ত যে মজা যে খাইছে ভুলে না।
ছোট্ট একটা বয়স ছিল যে অতীত হয়ে গেল
সেই কালটা ভাবতে গিয়ে মন যে অবাক হল।