শিক্ষা যুদ্ধে একুশ দিন(১৯৭৭)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০২-১২-২০২২
========================
শিক্ষক একুশ দিনের যুদ্ধে এসেছে
বরিশাল টি টি কলেজে,
এই যুদ্ধটা ছিল মাদ্রাসা শিক্ষকের
ইসলামের ইতিহাস নলেজে।


পঞ্চাশ যোদ্ধা প্রাণ-পণ যুদ্ধ করছে
সতত জানার লড়াই চলছে,
ইতিহাস নিয়ে জানা অজানা প্রশ্ন
একে অপরের কাছে  বলছে।


অভিজ্ঞ ও দক্ষ পাঁচ জন যোদ্ধারা
যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে চলছে,
যুদ্ধের মাঠে নানান কৌশালির কথা
কেহ মুখে প্রজেক্টরে বলছে।


কলেজ নেতা সর্বদা খোঁজ নিয়েছে
কোন  সমস্যা হচ্ছে কিনা?
সমস্বরে সব যোদ্ধারা উত্তর দিয়েছে
আপনার তত্ত্বাবধায়কে জি'না।


যুদ্ধটা হচ্ছে ক্লাসে ইসলামের ইতিহাস
পড়ানোর দক্ষতা বৃদ্ধির জন্য,
ট্রেইনার হাতে কলমে শিখিয়ে দেয়াতে
শিক্ষক যোদ্ধারা হয়েছি ধন্য।


প্রশিক্ষণের কৌশলগুলো কাজে লাগিয়ে
শিক্ষার্থীদের দক্ষ করে তুলবো,
এই যুদ্ধের কৌশল থেকে,যাহা শিখেছি
শ্রেনী কক্ষে এসব কথা বলবো।