শোকের মাসে মন
     এম এ সালাম
          ১৭-০৮-২০


শোকের মাসে আওয়ামী মনের
         মনটা থাকে মলিন,
ওরা শেখ পরিবারের অস্তিত্বটা
     করতে চেয়েছিল বিলিন।


কেহ কাঁদে বাবার জন্য
    আবার কেহবা মায়ের জন্য
কেহ বা আবার এই দিবসে
    জন্মের কেক কেটে ধন্য।


ভাইয়ের শোকে কাঁদে বোনে
     কেহ কাঁদে নেতার জন্য,
কেহবা শেখ পরিবার খতম করে
      অন্তঃসুখ পাওয়ায় ধন্য।


মায়ের ক্রোড় হতে কেড়ে নিয়ে
      অবুঝ শিশু রাসেল কে,
বুকের উপর গুলি করে ওরা
       কত অট্ট হাসি হাসে।


মুজিবকে নিয়ে মেঝ সিঁড়িতে
      গুলি করে প্রান নিল কেড়ে,
ওরা বাঘের মত হায়নোর মত
       পুনরায় আসে তেড়ে।