সুখ বসন্তের কালে (২০৫৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০২-২০২৩
==================      
গাছের শাখে পাঁখির বাসা
কত মমতায় বানানো নীড়?
উড়ছে মনে ওই নীল গগনে
গানে গানে বসন্ত রঙে ভীর।


ঝরিয়ে পড়লো শুকনা পাতা
ন্যাংটায়  পেলে  লজ্জাবোধ,
শাখে নতুন পাতা গজার তরে
বৃক্ষ নিলে তার প্রতিশোধ।


দেখছি দেশের সব খানেতে
কাননের আম্র শাখার মূলে,
মন মাতানো চোখ ধাঁধানো
কত যে রঙিন পলাশ ফুলে।


জীর্ন  হৃদয়ে  পূর্নতা  পেলো
হাজারো প্রেমের  পূর্বা-ভাসে,
কুয়াশা ঝরানো শিশির জলে
ভরাও তুমি মাঠের কচি ঘাসে।


বছর শেষে বসন্তের  ঋতুতে
মনে  দিবে সুখের কিছু সাড়া,
চিরো সবুজ না করি ধ্বংস
মানুষ বিবেকে দাও যে নাড়া।