শিবপত্নীর কর্মযজ্ঞ (১৯২০) সনেট
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-১০-২০২২
===================
গিরিবালা হৈমবতী, এসে ধরা মাঝে,
মহাযজ্ঞ,দুর্গাধ্যক্ষ, যজ্ঞ করে যায়।
পার্বতী ক্ষমতাধর, সর্বাধ্যক্ষ দায়,
বীরেশ্বর, সীমাহীন,সার্বভৌম কাজে।
অধিদেব মহাদেবী,সুচেতা মেজাজে,
আসিলেন ধরাধামে,অপ্রত্যক্ষ দেহে ।
অর্চনা পূজার অর্ঘ্য, পূজারী'র পায়,
উৎকৃষ্ট ,রাশভারি, শাশ্বত সমাজে।


এসো মা, শারদ পূজে, হও উপস্থিত,
জগতের সর্বপাপ, নিয়ে যাও তুমি,
মানুষ আক্রান্ত আজ,কঠিন ব্যাধিতে।
অন্যায়,পীড়ণ আছে কাল অপ্রার্থিত,
ক্ষেত্রমিতি আচরণ, করো ক্ষিতিধর
মুক্তি পাই যেন মোরা, কর্তব্য গর্হিতে।


বিদ্রঃ-লিখায় কোন ভুল হলে মন্তব্যে জানাবেন সেরে নিব।