শিখণ্ডি  নাচ
  এম,এ,সালাম
    ০৮-০৩-১৮


বৃষ্টি এলে পেখম তুলে-
    শিখন্ডি নাচে তালে  তালে।
দর্শক নাচে খাঁচার বাহিরে-
   চড়ুই নাচে ডালে  ডালে।


ময়ুরের পা দেখিতে কুৎসিত-
   শরীরে রঙ বিরঙের পালক,
পেখাম মেলে নাচতে থাকে
    লোচনে লাগে কত ঝলক।


অম্বুদ দেখিলে শিখন্ডীর মনে-
    আনন্দ জেগে উঠে,
মনের কোনে আনন্দ রাশি
    নাচনের মাঝে ফুটে উঠে।