সীমার রূপী গুন্ডা(২০৪৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০২-২০২৩
====================
আমি গুন্ডা দেখেছি বাজারে
সীমারের চেয়ে ভয়াবহ,
সচেতন মানুষের পকেট মেরে
সদা খেয়ে চলে অহরহ।


জানতে পারলাম যাদুর কাছে
সে শিখেছে নাকি গুন্ডামী,
যত বদনাম দোষ হোক না তার
স্বার্থে ছাড়বে না ভণ্ডামি।


সে দুই আঙ্গুলে পকেট মেরে খায়
স্বার্থে ভাই বোন চিনে না,
নেশায় মাতাল বাজায় গোরতাল
সে সম্মানের ধার ধারে না।


ফাঁক পেলে গুন্ডায় ক্লিক বাঁধায়
বাজার হতে দূরে থাকে,
গুন্ডামীর যত কলা কৌশল আছে
সে সব সময় রাখে মাথে।


ধরা পড়লে গুন্ডার পক্ষের স্বাক্ষী
উড়ে এসে জুড়ে বসে,
সেও কিছু একটা হাতিয়ে নিয়ে
সে গোপন চুক্তিতে বসে।


গুন্ডা ভাই চিনে না বোন চিনে না
লোভে চিনেনা সে কাউকে,
সুযোগ পেলে মাত্রাতিরিক্ত রাগ
দেখায় পিতা মাতা বউকে।