স্মৃতির পাতা থেকে (১৮০২)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১২-০৬-২২
◽   ◽◽◽◽◽◽◽◽◽◽◽          
যায়না ভুলা পূর্বের স্মৃঁতি
     খাঁটি প্রেমের অনুভূতি,
কানা-মাছির ছোট্র বেলা
   কাবাডি আর ছি-খোলা
রক্তের টান মায়ার বাঁধন
  আজকে তাহার হইছে ইতি।


যায়না ভুলা অতীত স্মৃঁতি
হিসেব করি লাভ কী ক্ষতি?
মনটা কেবল আটকে যায়
থামে না তো এই সময় গতি
জীবনটাতো বৃহত্তর নয়
  খুবই ক্ষুদ্র ছোট্র অতি।


যায়না ভুলা পেছন স্মৃঁতি
    কত ছিলো সুজন সাথী,
জগৎ জুড়েই নামছে ধস
   কোন সে ফুলে মালা গাঁথি
আগের মত আর কি পাবে?
সুখের নাগাল দেখার জ্যোতি।