শিশির ভেজা শরৎ
          এম,এ,সালাম
           ২৯-০৯-১৯


শরৎ মানে শিশির ভেজা-
    প্রভাতের দূর্বাঘাসে,
শরৎ মানে বৃষ্টি পড়ে
      একটু স্বস্তির নিঃশ্বাসে।


শরৎ মানে গাছ পালার-
    বৃষ্টি সমাপ্তির শ্বাস,
শরৎ মানে পরিশ্রান্ত কৃষকের
    শুধুই স্বস্তির নিঃশ্বাস।


শরৎ মানে দিনের বেলায়-
     অংশুমালীর তাপ,
শরৎ মানে আমামার তলে-
     অস্বস্তি থেকে মাফ।


শরৎ মানে শিউলি ফোটা-
    ওই নদীর ধারে কাশ,
শরৎ মানে মাধবীলতা
    দূরে ওই যে নীল আকাশ।


শরৎ মানে খুব সকালে-
     ফুল কুড়াতে যাওয়া,
শরৎ মানে ভেজা শিশিরে-
    হঠাৎ আচার খাওয়া।


শরৎ মানে ফুল তুলিতে-
     পুঁজার জন্য যাওয়া,
শরৎ মানে পুজার ভীরে -
      প্রেমের পরশ পাওয়া।


শরৎ মানে বিবির সাথে-
     জ্যোৎস্না  রাতে ঘোরা,
শরৎ মানে ক্ষুদ্র মননে-
     পুরানো ভালবাসা।


শরৎ মানে ঢাকের তালে-
     একটু কোমর দোলা,
শরৎ মানে নীল আকাশটা-
      পেঁজা মেঘের ভেলা।


শরৎ মানে সকাল বেলা-
    বাদাম আর  মুড়ি,
শরৎ মানে দক্ষিনের হাওয়া-
     উত্তরে যায় ঘুরি।


শরুৎ মানে অপরাহ্নের শেষে
      অলস সময় কাটান,
শরৎ মানে প্রেমের গল্প,
        বিকাল বেলা রটান।