শিষ্যের কৃতি (২৪১৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০২-২০২৪ তম
=================
গুরুর কাছে মিথ্যা বলছে
শিষ্যে একপায়ে দাড়িয়ে,
এমন শিষ্যরা কি না পারবে
ওই চোখে আঙুল দিয়ে।


ভবিষ্যতে এমন শিষ্যের দ্বারা
সমাজের সেবা কি হবে?
গুরুর মর্যাদা বুঝলে শিষ্যরা
হায়! মিথ্যা বলতোনা তবে।


শিক্ষার্থীরা যদি শিক্ষকদের  সাথে
অহরহ মিথ্যাচার করে যায়,
সেই শিক্ষার্থীদের দ্বারা দেশ জাতি
কাছে মেধার বিকাশ পায়।


যারা গুরুকে নিয়ে সদা সর্বদা
হররোজ মিথ্যাচার করে,
তাদের পরিসর কেমন হবে যে
সবাই বেয়াদব বলে ধরে।