শীতের আমেজ (১৯৯৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-১২-২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°
হেমন্ত গেল শীত এলো
ক্ষেতে পালংশাক,
ওলকপি গাঁজর মুলায়
শাক দিয়ে মাছ ঢাক।


নীলাকাশে মেঘ নেই যে
জোছনা তারায় ভরা,
এমন ভাবে কুয়াশাচ্ছন্ন
শীতে দেহ কড়কড়া।


হেমন্ত রানী চুলের বেনী
সাজাবে ফুলে ফুলে,
খোপায় পড়ে ছোট্ট খুকু
নাচছে হেলে দুলে।


ফুটছে কাননে হলুদ গাঁদা
ড্যান্টাস উকি মারে,
দোপাটি আর চন্দ্র মল্লিকা
শীতে নিঃশ্বাস ছাড়ে।


জুঁই  চামেলি খয়রি গাদা
কাননে লুটিপুটি,
খয়রি গোলাপ কেড়ে মন
দিনে রাতে খুনসুটি।


শীতের চাদরে মুড়ির মোয়া
গরম চায়েতে টান,
খেজুর রসে শিরনী খাইবে
জুরে যাবে মন-প্রাণ।