শীতের মজায় (২০২৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০১-২৩;ইং
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
শীতের মজায় জমছে ভালো
লেপ কম্বল আর বালিশে,
গরম চা-বিস্কুটের মজাই বেশ
সকাল সন্ধার চরম আয়েশে।


শীতের  মজায় মজিছে ভালো
সকালের মিষ্টি গরম রোদ্দুরে,
ধরা হতে সূর্য যত দূরে থাকুন না
মোদের রাখছে সূর্য আদরে।


শীতের মজায় জমছে ভালো
মাফলার টুপি আর ব্লেজারে,
গরম জলে গোসল দিয়ে কেহ
রাখছে চরম পরম আদরে।


শীতের  মজায়  মজিছে ভালো
পিঠাপুলি আর রসের পায়েসে,
শ্বশুর বাড়ির হাসের গোস্তের সাথে
রুটি পিঠার মজার আয়েশে।


শীতের মজায় মজছে ভালো
ঠান্ডা শীতল বাতাসে,
সোনার বাংলায় শীত আসে যে
গরিব দুঃখীর হতাশে।


আমি অধম নাদান সালাম
বলছি এই শীতের দিনে,
আল্লাহ ছাড়া নেই যে আপন
শীতে তুমি মাবুদ বিনে।


বিদ্রঃ- সামাজিক ব্যস্ততার কারণে আপনাদের কবিতা যথাসময়ে পড়তে পারিলাম বলে দুঃখিত।