শীতের রাতে এক কিশোরী
          এম,এ,সালাম
  কন কনে শীতে এক কিশোরী-
      আমার ঘরের দ্বারে,
   দুয়ার খুলে দেখলাম আমি
       কাপছে থরে থরে।


  কাপন দেখে আমার কষ্ট লাগে-
     আহা!  ওরাও যে মানুষ,
  কেমন করে তাড়িয়ে দিবো
     থাকতে আমার হুশ।


রাইস কুকারের ভাত খাওয়ালাম
       ইলিশ মাছ দিয়ে,
  পুরাণো একটি কম্বল লেপিয়ে
     বারান্দায় রাখিলাম শোয়ায়ে।


আমি অনুভতিতে বুঝে নিয়েছি-
       শান্তি পেয়েছে বেচারি,
ওর শান্তিতে আল্লাহ শান্তি
        আমিও মনে শান্তি পেয়েছি।


ঘুম থেকে জেগে কেঁদে কেঁদে বলে
  রাত্রে শীতে কত বাড়ীতে গেলাম,
সব বাড়ীতেই রাগের বচনে
   কত লাঞ্চনা ও বঞ্চনা পেলাম।


আমি নিরুপায় হয়ে ফিরে এসেছি -
     আশা নিয়ে আপনার বাড়ী,
আপনার আশ্রায়ে শান্তির ছোয়ায়
      দোয়া করি কাড়ি কাড়ি।