সব বাবারা ভাল থেকো (১৮৪০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৭-২০২২
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বাবা মানেই বটবৃক্ষের ছায়া
বাবা মানেই মাথার তাজ,
এই ধরায় বাবা-মায়ের জন্য
যত রঙিন নেয়ামত নাজ।


বাবা সব কষ্ট রাশি সহ্য করে
করে কষ্ট নদীর ঢেউ,
বাবার মত সব বিলিয়ে দিতে
আর জানেনা কেউ।


সত্য,বাবা-মানেই ছেঁড়া জুতা
সতত সেলাই করে পরা,
সে রোদ-বৃষ্টির ধার  ধারেনা
মানে না শীতভেজা ধরা।


বাবার  মনের ধ্যান ধারণা
সর্বদা সন্তান থাক সুখে,
যত কষ্ট যাতনা মেনে নেয়
ওই বাবার সারা বুকে।


ধরায় সব পুরুষ মন্দ হলেও
বাবারা কত  ভালো,
বাবার মত এত শান্তির ছায়া
দেয় না কেউ আলো।


সন্তানের সুখে ক্ষুধায়ও হাসে
বলেন পেটটা ভরা আছে,
বিপদ আপদে কেউ না থাক
শুধু বাবাই থাকে  কাছে।


বাবা মানেই নিজের ইচ্ছে গুলো
কবর দেয়া চাপা মাটি,
জীবন পথে বিশ্বাস্থ মহা সুজন
শুধু বেঁচে থাকার লাঠি।


বাবা-মানেই এক জামা কাপড়
রোজ সন্ধ্যা সকাল পরা,
বাবা মানেই চিপস চানাচুর
ধার দেনায় ক্রয় করা।


বাবা মানেই সকল পোশাকাদি
লাল জামা কত কিছু,
বাবা-মানে দৌড়তে গিয়ে সে
হয় না  কারো পিছু।


আর্শীবাদ সন্তান থাক মহাসুখে
হোক সে রাজার রাজ,
এখন পৃথিবী জুড়ে সব বাবার
হোক সেটাই যেন কাজ।


বাবা মানে আত্মবিশ্বাসে কেনা
তার আশ্বাস দেয়া লোক,
পিতামাতা নেই যেই সংসারে
তার বুকে গভীর শোক।