সবাই বলে ভালো আছি(১৮৫১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৭-২০২২
====================
সুখেই আছে বলছে সবাই
খারাপ কেহ নয়,
আছো কেমন জিজ্ঞাসিলে?
ভালো আছি কয়।


বুকের মাঝে ব্যথার পাহাড়
ভারী পাথরে চাপা,
অন্তরের মাঝে কত যে কষ্ট
যায় না পাল্লায় মাপা।


আসল কথা কেউ বলি না
তা গোপন করে রাখি,
লাভ হয় না সামলে রেখেও
প্রকাশ থাকে না বাকী।


কখন প্রকাশিলে জিজ্ঞাসিলে
বললি আছিস ভালো,
তোর হঠাৎ কেন এ অবস্থা?
হায়!এমন কেন হলো।


কেউর ইচ্ছে না কেউ জানুক
ঘটে মনের ভিতর কি?
জানলে যদি ক্ষতের উপর
ঢালে অতি গরম ঘি।


তবে সামাজিকতা রক্ষা করা
জ্ঞানীর শিষ্টাচার বটে,
মনো শিষ্টাচার রক্ষা করতে
কত যে কিছু ঘটে।


জীবনে সৌজন্যতা রক্ষা করা
ভীশন ভালো কাজ,
মিথ্যা বললে নিজের ভুলেই
তাজ হয়ে যায় বাজ।
____________🔹🔹_______