সবই ফাঁকিবাজি
   এম,এ,সালাম
      ২৯-০৫-২০


যাদের জন্য ব্যয় সংকোচে
কত বাড়িগাড়ি করিলাম?
শেষ বেলাতে  উত্তরসূরির
চোঁখ রাঙানি খেলাম।


এখন উত্তরসূরিরা বলে বেড়ায়
তুমি ছিলে বড় কুঞ্জুস,
খেয়ে না খেয়ে শরীরটাকে
তুমি করেছো কত ব্যঞ্জুস?


কেপপন বলে উপধি পেয়েছো
সন্মানীত বাবার ছেলে,
নচেৎ আজ এই প্রজন্মরা
ছুড়ে দূরে দিত আজ ফেলে।


শোনো, উঞ্জুজীবী বলেই আজ
সমাজের সম্মানীত মানুষ,
মিতব্যয়িত হতাম যদি আজ
মানুষেরা করিত কত ফানুষ?


আয় বুঝিয়াই ব্যয় করিয়াছি
সম্পাদ গচ্ছিত করার জন্য,
ব্যবহারিক জ্ঞান কাজে লাগাতেই
আজ সমাজে তোমরা ধন্য।