সবই তুমি পারো
  এম,এ,সালাম
   ৩০-০৭-২১
==============
রোদসী নাকি কাঁদছে এখন
   ইনসানের কর্ম দেখে,
ধরণীর এমন লিলা খেলায়
   মানুষ কি ই বা শেখে।


পুকুর,ডোবা, মাঠঘাট সহ
   খালবিল নদীনালা,
উবছে পরেছে সাগর সলিল
  তোমার লিলাখেলা।


এত নোনাজল তুমি দিয়েছো
   মাছ নেই কেন তাতে?
তুমি কি মোদের মেরে ফেলবে
    নেয়ামত মাছে-ভাতে।


তুমি তো পারো দিনকে রাতে
     রাতকে দিনে নিতে,
তোমার দেয়া নেয়ামত মাছ
দিতে পার,ক্ষতি কি তাতে?


তুমি কি মোদের কর্মগুনকে
  মোটেই পছন্দ করো না,
রাগ করলে তুমি সৃষ্টি জীবকে
   এক বিন্দুও ছাড়ো না।