শব্দের রঙ তুলিতে
   এম,এ,সালাম
     ২৫-১১-২০


ঝাঁকড়া চুলের কবি বলে
    আমি তোমায় ভালবাসি,
আমায় রঙে  রাঙিয়ে তুমি
    সতত  কর যে উদাসী।
  
কোন গাঁয়েতে জন্ম তোমার?
    কোন ধেয়াতে বাড়ী?
ওই নদীর পাড়ে দীঘির  ধারে
    খোঁজ পেলাম  তারই।


আঁধার রাতে নুপুর  বাজে
  তুমি নীল জলধির নুড়ি,
তোমার পাদুকাতে গান করে
    হাতে ঝুমুর ঝুমুর চুড়ি।


কোন আকাশের নীল যে তুমি?
     কোন কাননের ফুল?
নিশি রাতে বাজে কি তোমার?
    কানে ঝুমকা জবা  দুল।


কোন গাঁয়েতে বাড়ী তোমার?
    তুমি কোন রাত্রীরের চাঁদ?
তোমার বাড়ীতে আসব আবার
    তুমি পাতিবে প্রেমের ফাঁদ।


আঁচল নেড়ে আসবে বাড়ীতে
    তোমায় একটু দেখিবারে,
তোমায়  নিয়েই  কাব্য লিখবো
    আমার মনে যাহা পড়ে।


নীড়ে ভয় পেওনা  ওগো কবি
   আমি নীল যে কণ্ঠী নারী,
আজ ভালবাসার জাল বুনিতে
     আসছি তোমার বাড়ী।


তোমায় ভাল বাসিব বলে
    হতে পার নদীর জল,
তার উপরে চাঁদের আলো
   কাব্যের ছন্দে ঝলমল।


তোমার বাড়ীতে আসিলে বন্ধু
      ভালবাসায় হবে রাজি,
মনের ভাবনার রঙ তুলিতে
     নামটি লিখে নিব আজি।