সবু‌রে মেওয়া ফ‌লে (২১৪৮ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২২-০৫-২০২৩
================
এক বন্ধু যদি বিপদে পরে
         অন্য বন্ধুরা নেয় না খোঁজ,
                কিছু বন্ধু আবার বিপদকালে
                      বন্ধুর খুঁজে বেড়ায় তার দোষ।
                      কোন দিন যদি কারণ বশতঃ
               তুমি থাকবে একাকী একা,
        সেই সময় তুমি অনেক বন্ধুরই
বসত্যিই পাবে না তুমি দেখা।
  ধৈর্য্যর সাথে বিপদ সামলাও
       আল্লাহকে স্মরণ করতে হয়ল
              বুদ্ধির সাথে কৌশল নিয়েই
                    বিপদকে করতে হবে জয়।
                      আল্লাহকে স্মরণ কর‌তে গিয়ে
                  যদি স্মরণে যাই কখ‌নো মরে,
           তবু আল্লাহ এক ও অ‌দ্বিতীয়
তার উপরে বিশ্বাস রাখবে  ধরে।
     প্রতিটি মানু‌ষেরই আল্লাহর প্রতি
           থাক‌তে হ‌বে প্রেম ও ভালবাসা,
                ইচ্ছে করলে মিটিয়ে দিতে পারে
                 মনের লু‌কা‌নো সকল আশা।
                কা‌রো সা‌থে আর ক‌রতে নেই
             অকার‌ণে বিতর্কের ডাক হাঁক,
       য‌দি পা‌রিস জায়নামাজে একা‌কী
তাসবিহ পড়ে দয়ার প্রভুকে ডাক।
তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে
   চোখের জল ফেলো একা একা
        বন্ধুরা খোঁজ না নি‌লেও আশা
               ছিল পাই যেন প্রভুর দেখা।