সহি কোরবানি (২১৯০ তম)                  
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০৩-০৭-২০২৪ ইং
=====================
সাহেব ভাবছে কোরবানি দিমু
ঘুষের টাকা পাইলে,
বাজারে গিয়ে বড় গরু কিনমু
পছন্দের গরু পাইলে।


হুজুর আনিয়া কোরবানি দিমু
কোন ভুল হয় না যেন,
নিয়ত করছি সহি কোরবানির
আল্লাহ মাফ করেন যেন।


সকল গরীবেরে গোস্ত বিলামু
পলিথিনের ঠোঙ্গা ভরে,
বউয়ের আবার একটা বায়না
বাকী রাখবে ফ্রিজ ভরে।


গাঁয়ের লোকে কানাঘুষা করছে
ঘুষে হয় নাকি কোরবানি,
সাহেব এবার আশ্চর্য হলেন
ঘুষ, কেমন করে জানি।


কেহ বলে আবার সোয়াবে পাপে
হয় যদি সমান সমান,
পেট ভরে এবার গোস্তখামু ফ্রি
গাঁয়ে সবে দিলো জানান।


এই সংজ্ঞা নাকি দিছে এক চোরে
সে ঘুষে নাকি পারদর্শী,
সুদ ঘুষে তার জীবন টা শেষ
সে বয়স নাকি শতবর্ষী।


বিদ্রঃ- প্রতীবাদী রম্য রসের কবিতা।