ছোট্ট বেলায় বউ বউ খেলতাম-
   পাশের বাড়ীর সহপাঠি লইয়া,
সবাই মোদের খেলাগুলি দেখিয়া,
    হাসিত শুধু চাইয়া চাইয়া ।


খুব সকালে ওই সূর্যিমামা-
          যখন পূর্বদিকে উদয় হইত,
পাড়ার কিছু সমবয়সি বন্ধুরা
      খেলার তরে উপস্থিত হইত।


ঘর উঠাইতাম কলা পাতা দিয়া-
     বেড়া দিতাম গুয়ার খোলের,  
মাঝে মাঝে দিতাম বাঁশের খুটি,
    দড়জা  দিতাম সুপারি খোলের।


দুই গ্রামের দুই গিরাস্ত বানাতাম-
   ঘর বানাতাম পাশাপাশি দুইটা,
এ বাড়ীর ছেলে ও বাড়ীর মেয়ে,
    বিয়া পড়াতাম কত্ত হাচা মিছা।


বধু রূপে কত পুতুল বানাইয়া-
      বিয়া দিতাম পুতুলের সাথে,
ভাত রাধিতাম নারিকেলের খোসায়,
  শালুন রাধিতাম নারিকেলের মালৌতে।


বিকাল বেলা ঘুরতে যেতাম-
   এ ঘরের লোক ও বাড়ীর ঘরে,
পেয়ারা পাতা দিয়া পান বানাইয়া,
    খাওয়াইতাম মনো মনো করে।


গল্প বলিতাম ওই ঘরের মধ্যে-
    গোল করিয়া একত্র হইয়া,
পথ যাত্রীরা মোদের ঘর দেখিয়া,
    থাকিত এক নজর চাইয়া।


এ রকম দিন মোদের জীবনে-
        আর আসবে না কখনো,
এই স্মৃতি আজ কেমনে ভুলি
     জীবনে ভুলি নাই কখনো।